ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডরিন পাওয়ারের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড (DOREENPWR) তাদের নারায়ণগঞ্জের ২২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের নন–কারেন্ট (স্থায়ী) সব সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বিষয়ে ১৫ বছরের চুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও পুনর্নবায়নের সুযোগ থাকলেও ডরিন পাওয়ার জানায়, তারা আর এ চুক্তি নবায়ন করতে আগ্রহী নয়। ফলে প্রকল্পটি আর কোম্পানির মূল পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ না থাকায় সম্পদগুলো বিক্রির পথে এগোচ্ছে তারা।

বোর্ডের এই সিদ্ধান্তের মাধ্যমে কোম্পানি পরিচালন কাঠামোতে নতুন কৌশলগত রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে ডোরিন পাওয়ার। বিনিয়োগকারীরা মনে করছেন, অচল প্রকল্প থেকে সরে এসে কার্যকর খাতে সম্পদ পুনর্বিনিয়োগের লক্ষ্যেই এই পদক্ষেপ।

 

সংবাদটি শেয়ার করুন