ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন আইপিও নিয়মে ন্যায্য দাম নিশ্চিত করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ (৮ ডিসেম্বর) নিশ্চিত করেছে যে সংশোধিত পাবলিক অফার (আইপিও) বিধিমালার অধীনে শেয়ারবাজারে আসতে চাওয়া কোম্পানিগুলো ন্যায্য দাম এবং স্বচ্ছ মূল্যায়ন পাবে। তালিকাভুক্তি কাঠামো আধুনিকীকরণ এবং নিয়ন্ত্রক তদারকি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিএসইসি এই আশ্বাস দিয়েছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ আগারগাঁও-এ কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক অংশীজন সভায় এই মন্তব্য করেন। কমিশনের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় রাষ্ট্রায়ত্ত এবং বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং খসড়া আইপিও বিধিমালা পর্যালোচনা ও সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিএসইসি চেয়ারম্যান জানান, প্রধান উপদেষ্টা লাভজনক এবং মৌলিকভাবে শক্তিশালী রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “এই নির্দেশনা মেনে কোম্পানিগুলোকে এখন বাজারে আসার জন্য প্রস্তুত হতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে এবং অবিলম্বে এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে।”

তিনি উল্লেখ করেন, সংশোধিত আইপিও বিধিতে স্বচ্ছ মূল্যায়ন পদ্ধতির ওপর জোর দেওয়া হয়েছে, যা ইস্যুকারী প্রতিষ্ঠানের জন্য তালিকাভুক্তির প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত করবে। আশা করা হচ্ছে, এই হালনাগাদকৃত নিয়ন্ত্রক কাঠামো উচ্চ-মানের কোম্পানিগুলোকে—বিশেষ করে যারা পূর্বে মূল্য নির্ধারণ নিয়ে দ্বিধায় ছিল—তাদের তালিকাভুক্তির বিষয়ে উৎসাহিত করবে।

বৈঠকে খসড়া বিধিমালা, অপারেশনাল প্রস্তুতি এবং সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে আনার ক্ষেত্রে মূল্যায়ন সম্পর্কিত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তালিকাভুক্তির প্রক্রিয়াকে আরও কার্যকর করা এবং বাধাগুলো কমাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। বিএসইসির জ্যেষ্ঠ কমিশনার এবং কর্মকর্তারা ছাড়াও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, সিনোভিয়া ফার্মা, নোভার্টিস বাংলাদেশ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং সিলেট গ্যাস ফিল্ডসের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন