সমস্যায় থাকা পাঁচ ইসলামি ব্যাংককে একীভূত করে গঠিত হতে যাওয়া ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ নিয়ে গ্রাহকদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তাতে স্বস্তির বার্তা মিলেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই ধাপে ধাপে আমানত ফেরত দেওয়ার কাজ শুরু হতে পারে। প্রথম ধাপে প্রত্যেক গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পাবেন, যা আসবে আমানত বিমা তহবিল থেকে।
কীভাবে টাকা ফেরত দেওয়া হবে এবং কোন গ্রাহক কীভাবে যোগ্য হবেন—এসব বিষয় নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক একটি বিস্তারিত নীতিমালা তৈরি করছে। টাকা দেওয়ার আগে সেই স্কিমটি প্রকাশ করা হবে।
যেসব আমানতকারীর হিসাবে দুই লাখ টাকার কম আছে, তারা চাইলে তাদের পুরো টাকা তুলতে পারবেন। যাদের হিসাবের পরিমাণ বেশি, তারা আপাতত দুই লাখ টাকা পাবেন, বাকি অংশের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। সেই অবশিষ্ট টাকার মুনাফার হারও নতুনভাবে নির্ধারণ করা হবে। এতে পাঁচ ব্যাংকের মোট ৭৫ লাখ গ্রাহকদের সবাই একবারে পুরো টাকা না পেলেও পরবর্তী সময়ে সম্পূর্ণ অর্থ তোলার সুযোগ পাবেন। মূলত ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষাই এ ব্যবস্থার লক্ষ্য।
একজন গ্রাহকের নামে একই ব্যাংকে একাধিক হিসাব থাকলে কেবল একটি হিসাবের বিপরীতে টাকা ফেরত দেওয়া হবে। এজন্য হিসাবটি অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে খোলা থাকতে হবে। তবে পাঁচ ব্যাংকে যদি আলাদা আলাদা পাঁচটি হিসাব থাকে, তাহলে সেসব হিসাবের প্রতিটির বিপরীতেই টাকা পাওয়া যাবে। যেসব হিসাবে ঋণ রয়েছে, সেক্ষেত্রে ঋণ সমন্বয় শেষে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে এবং সেই অংকের নতুন মুনাফার হার ঠিক করা হবে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গ্রাহকদের টাকা ফেরত দিতে মোট ১২ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। নতুন ‘সম্মিলিত ইসলামি ব্যাংক’-এর পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা—এর মধ্যে ২০ হাজার কোটি দিচ্ছে সরকার এবং ১৫ হাজার কোটি আসবে আমানত বিমা তহবিল থেকে। অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকার বরাদ্দ ইতোমধ্যে ছাড় করা হয়েছে, বাকিটাও মূলধন হিসেবে দেওয়া হবে।
ব্যাংকটিকে স্থিতিশীল করতে যোগ্য ও সৎ কর্মকর্তাদের নিয়োগ, আন্তর্জাতিক মানের নীতিমালা এবং উন্নত ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ নিয়োগ দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই স্বতন্ত্র পরিচালক যোগ করে বোর্ডকে আরও কার্যকর করা হবে।




