নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন বছরের চুক্তিতে নিয়োগের জন্য আবেদন চেয়েছে সরকার। চলতি বছরের ২২ ডিসেম্বরের মধ্যে এই আবেদন জমা দিতে হবে।
অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, অর্থ, হিসাববিজ্ঞান, ব্যাংকিং, ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনে ডিগ্রিধারীরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
অতিরিক্ত যোগ্যতা হিসেবে সিএফএ, এফসিএ, সিএমএ, সিপিএ, এসিসিএ, এআইবিবি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক ফাইন্যান্স সনদধারীরা বিশেষ সুবিধা পাবেন।
আবেদনের সাথে একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), প্রার্থীর উপযুক্ততা এবং সামগ্রিক কাজের অভিজ্ঞতা ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার নীতিগুলোর রূপরেখা দিয়ে একটি কভার লেটার-সহ প্রয়োজনীয় সকল সহায়ক নথি জমা দিতে হবে।
এই পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তির তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।
প্রার্থীদের ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা মূল বাণিজ্যিক ব্যাংকিং অপারেশন এবং ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে থাকা আবশ্যক। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক, সিইও, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক বা সমমানের পদের ঠিক নিচের স্তরে কমপক্ষে তিন বছরের নিরবচ্ছিন্ন কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
আবেদনকারীদের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ্ গভর্নেন্স, ইসলামিক অ্যাকাউন্টিং, মুনাফা বিতরণ প্রক্রিয়া এবং ইসলামিক ঝুঁকি ব্যবস্থাপনায় যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
উল্লেখ্য, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—একীভূত করে একটি একক সত্তা গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাংকটির পরিচালনার লাইসেন্স হস্তান্তর করে এবং ঢাকার মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রশাসনিক কাজ শুরু হয়েছে।
নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে এসেছে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।




