শিল্পে ৩০ টাকা ও ক্যাপটিভে ৩১ টাকা ৫০ পয়সা মূল্যের প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা নির্ধারণের প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। তবে এ প্রস্তাবে কোনো কাটছাঁট না করলেও বরং গ্যাসের মূল্যের ওপর সরকারের রাজস্ব কমানোর সুপারিশ কারিগরি কমিটির।
গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রেক্ষিতে আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) গণ-শুনানির আয়োজন করে বিইআরসি।
শুনানিতে পেট্রোবাংলার অধীনে থাকা কোম্পানিগুলোর যুক্তি, গ্যাসের দাম বাড়ানো না হলে এলএনজি আমদানি করতে গিয়ে চলতি বছর সরকারকে বিশাল টাকা ভর্তুকি দিতে হবে।
এ দাবির প্রেক্ষিতে কোনো কাটছাঁট করেনি কারিগরি কমিটি। তবে, বিইআরসির কারিগরি কমিটির মূল্যায়নে অনুযায়ী গ্যাস বিক্রি থেকে গ্রাহক পর্যায়ের ভ্যাট কমানোর সুপারিশ করা হয়েছে।
সুপারিশ কার্যকর হলে গ্যাসের দাম বাড়বে, তবে রাজস্ব হারাবে সরকার। এসময় শুনানি বর্জন করে তেল গ্যাস রক্ষা কমিটি ও ক্যাব। শুনানি বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শুনানি স্থল ত্যাগ করেন তারা। এসময় হট্টগোল দেখা দেয়।