ঢাকা | রবিবার
১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অস্তিত্ব মেলেনি সায়মা ওয়াজেদের ‘সূচনা ফাউন্ডেশনের’

শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। সরকারি নথিতে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানা ধানমণ্ডি সুধা সদনসহ বিভিন্নস্থানে অভিযানে গেলেও মেলেনি হদিস।

ধানমন্ডি ৫ নম্বর রোডের শেষ মাথার বাড়িটিই সুধা সদন। ফলকে সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামীর নাম। যা পরিচিত ছিলো শেখ হাসিনার বাড়ি হিসেবেই।

এখানেই হাসিনা কন্যা পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’র খোঁজে দুদকের তদন্ত দল। কেননা, প্রতিষ্ঠানটির মূল দপ্তর হিসেবে উল্লেখ করা হয়েছে এই বাড়িটিই।

তবে শুধু সুধা সদনই নয়, সাব অফিস হিসেবেও যেসব ঠিকানা ব্যবহার করা হয়েছে তার কোথাও মেলেনি সূচনা ফাউন্ডেশনের হদিস।

দুদকের সহকারি পরিচালক স্বপন কুমার রায় বলেন, সূচনা ফাউন্ডেশনের সভাপতিসহ সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ সে বিষয়ে নিয়ে আমরা দুর্নীতির তথ্য উদঘাটন করতে আমরা এখানে এসেছি। প্রতিষ্ঠানের যে ঠিকানা দেয়া হয়েছে সে হিসেবে যাচাই করতে এসেছি, এসে দেখলাম যে সে ঠিকানায় প্রতিষ্ঠানটি নেই।

২০১৪ সালে অটিস্টিক শিশুদের জীবনমান উন্নয়নে পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। যেখানে ক্ষমতা খাটিয়ে জোরপূর্বক অনুদান নেয়ার অভিযোগ দুদকের।

দুদকের সহকারি পরিচালক স্বপন কুমার রায় বলেন, তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করে নেয়া হয়। প্রতিষ্ঠান হিসেবে যে ১০ শতাংশ কর দেয়া লাগে সেটি মুক্ত করে দেয়া হয়।

এদিন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ, তার স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে, বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধেও।

সংবাদটি শেয়ার করুন