ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে তদন্তে বিএসইসি

ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে তদন্তে বিএসইসি

দেশের পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের অস্বাভাবিক শেয়ার মূল্য বৃদ্ধির তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বিএসইসি।

ইসলামী ব্যাংকের শেয়ার গত সোমবার (২৩ সেপ্টেম্বর) ১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে। এদিন দুপুর সাড়ে ১২টায় ব্যাংকটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৫৮ টাকা ৩০ পয়সায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১২ সালের এপ্রিলে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ৫০ টাকার ওপরে ছিল। গত মাসে এর বাজার মূলধন তিন হাজার ৪৯৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে আট হাজার ৭৪২ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এস আলম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

এ ছাড়া, ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন গত রোববার (২২ সেপ্টেম্বর) শেষ হয় ৫৪ টাকা ৩০ পয়সায়। এদিন ব্যাংকটির মোট ৩১ দশমিক ১০ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ১৬ কোটি ২৯ লাখ টাকা। পাশাপাশি এদিন ইসলামী ব্যাংক ‘টপ গেইনার’ তালিকার শীর্ষে ছিল।

সংবাদটি শেয়ার করুন