বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ইলিশ নিয়ে দুশ্চিন্তায় পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা

বাংলাদেশের ইলিশ নিয়ে দুশ্চিন্তায় পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা

ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, বাংলাদেশের চলমান পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। যার প্রভাব পড়েছে ভারতের পশ্চিবঙ্গের মাছ ব্যবসায়ীদের ওপর।

বুধবার (০৭ আগস্ট) এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। আসন্ন পূজায় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে কি না সেই বিষয়ে তারা আশঙ্কা করছে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি, সমস্যার মুখে হাওড়ার মাছ ব্যবসায়ীরা। বাংলাদেশে আন্দোলনের কারণে ভারতের সঙ্গে ট্রাক চলাচল বন্ধ করা হয়। সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক। বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে আটকে আছে ট্রাক। ফলে, হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক যাওয়ার কথা থাকলেও আপাতত যাচ্ছে না। এমন অবস্থায় হাওড়ার মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাংলাদেশ থেকে ৮ থেকে ১০ টি ট্রাকে প্রায় ৮০০ মেট্রিক টন পাবদা, পারশে, ভেটকি, টেংরা, পমফ্রেট ও অন্যান্য মাছ আমদানি হয়।

অন্যদিকে, ভারত থেকে ১০ থেকে ১২টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন বোয়াল, রুই, কাতলা , ভেটকি, কাজরি ও অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয়। কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে দুই কোটি টাকা করে আর্থিক ক্ষতি হচ্ছে। কোনো কোনো ব্যবসায়ীর মতে, তারা এত বড় ক্ষতি কীভাবে সামাল দেবেন সেটি বুঝে উঠতে পারছেন না। তারা চাইছেন রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে দ্রুত একটি সরকার গঠন করা হোক। তাহলেই তারা আবার ব্যবসা করতে পারবেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  প্রকল্পে বাহারি ব্যয়

সংবাদটি শেয়ার করুন