দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজির মূল্য ১১৬ টাকা ৮ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা কমিয়ে ১১৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ফলে ১২ কেজি এলপিজির দাম ৩০ টাকা কমে দাঁড়াল ১ হাজার ৩৬৩ টাকায়।
সোমবার (০৩ জুন) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়।
নতুন দাম আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে মে মাসে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ হয় ১ হাজার ৩৯৩ টাকা।
এপ্রিলে ১ হাজার ৪৪২ টাকা আর মার্চে দাম নির্ধারণ হয় এক হাজার ৪৮২ টাকা।