ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মে মাসের প্রবাসী আয় ২.২৫ বিলিয়ন ডলার

মে মাসের প্রবাসী আয় ২.২৫ বিলিয়ন ডলার

চলতি বছরের মে মাসে ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। যা বেড়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২২৫ কোটি ডলার হয়েছে।

জানা যায়, ঈদুল আযহাকে সামনে রেখে প্রবাসী কর্মীরা দেশে অর্থ পাঠানোয় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের আয়ও আগের মাসের তুলনায় ১০ দশমিক ২৯ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছিল।

এছাড়াও সংশ্লিষ্টরা বলছেন, মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসবকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ দেশে পাঠান। তাই কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন