রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

৬ পণ্য আমদানির শূন্য এলসি মার্জিন চায় ব্যবসায়ীরা

৬ পণ্য আমদানির শূন্য এলসি মার্জিন চায় ব্যবসায়ীরা

দেশের ব্যবসায়ীরা আসন্ন রমজান উপলক্ষ্যে চিনি, তেলসহ ৬ নিত্যপণ্য আমদানিতে শূন্য মার্জিন রেখে ঋণপত্র (এলসি) খোলার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীরা বুধবার (৩ জানুয়ারি) এই অনুরোধ জানান।

বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সভা করে। উক্ত সভায় আলোচিত ছয় নিত্যপ্রয়োজনীয় পণ্য হলো- পেঁয়াজ, তেল, চিনি, খেজুর, মসুর ডাল ও ছোলা।

এই ছয় নিত্যপণ্য আমদানিতে শর্ত শিথিল এবং প্রয়োজনীয় ডলারের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়া হবে বলে সভায় জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

উল্লেখ্য, আরবী মাসের পঞ্জিকা অনুযায়ী আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে রোজা শুরু হওয়ার কথা। সূত্র: বাসস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চিনি আমদানিতে কমবে শুল্ক, ভোক্তা পর্যায়ে দাম কমা নিয়ে ‘সংশয়’

সংবাদটি শেয়ার করুন