ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পাঁচ মাসে রপ্তানি কমেছে ৮২৪ মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পাঁচ মাসে রপ্তানি কমেছে ৮২৪ মিলিয়ন ডলার

বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান দুই গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতে চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৮২৪ মিলিয়ন মার্কিন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রকাশ করা দেশ ভিত্তিক প্রধান প্রধান বাজার বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।

এই নেতিবাচক প্রবৃদ্ধির ফলে দুই দেশে গত ২০২২–২৩ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর রপ্তানি কমেছে প্রায় ২৫ শতাংশ। তার মধ্যে বাংলাদেশি রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে রপ্তানি কমেছে ৯ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ জার্মানিতে রপ্তানি কমেছে ১৫ দশমিক ৬৮ শতাংশ।

প্রকাশিত তথ্যে (ইপিবির) দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে মোট পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৬৩৯ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরেরে একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৮ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। মুদ্রার পরিমাণের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৩৬৮ দশমিক ৮৪ মিলিয়ন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি কমলেও চলতি অর্থবছরে মোট রপ্তানির ১৬ দশমিক ৩৭ শতাংশ দখল করে এখনো পণ্য রপ্তানি গন্তব্য হিসেবে এখনো শীর্ষ দেশ হিসেবে অবস্থান করছে।

বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক জোটের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থ বছরেরে জুলাই–নভেম্বরে রপ্তানি কমেছে ৪৫৫ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমার কারণে টান পড়েছে তৈরি পোশাক খাতের আয়েও। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে ৮৪ দশমিক ৭২ শতাংশ। তার মধ্যে নিট পোশাকে ৮ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়ে এই চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি হয়েছে ১০ হাজার ৯৮৯ দশমিক ৪২ মিলিয়ন ডলার। আগের বছরেরে একই সময়ে এই খাত থেকে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১০ হাজার ১১৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। তবে, নিট পোশাক রপ্তানিতে বৃদ্ধির উল্টো চিত্র ওভেনে। গত অর্থবছরেরে প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরে রপ্তানি কমেছে ৪ দশমিক ৫২ শতাংশ। ওভেন পোশাক খাত থেকে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ের রপ্তানি আয় এসেছে ৭ হাজার ৮৪৬ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮ হাজার ২১৭ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের পণ্য ভিত্তিক রপ্তানির চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, নিট পোশাক খাত থেকে এসেছে ৪৯ দশমিক ৪৩ শতাংশ আর ওভেন পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে ৩৫ দশমিক ২৯ শতাংশ। ইপিবির প্রকাশ করা তথ্যে দেখা যায়, তৈরি পোশাকের মধ্যে নিট পোশাক, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক ও মেলামাইন পণ্য ছাড়া আগের অর্থবছরেরে তুলনায় চলতি অর্থবছরে প্রথম পাঁচ মাসে বাকি ৯টি প্রধান পণ্যে সব কটিতে রপ্তানি নেতিবাচক হয়েছে। এছাড়া, হোম টেক্সটাইল খাতে রপ্তানি কমেছে ৪২ দশমিক ২৭ শতাংশ। গত অর্থবছরে ৫১৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হলেও চলতি বছরে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে ২৯৯ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি আয়ে নেতিবাচক ধারায় আছে চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা, হিমায়িত ও জীবন্ত মাছ, কৃষিজাত পণ্য, কাঁচা পাট ও পাটজাত দ্রব্য, বাই-সাইকেল, ও প্রকৌশল দ্রব্যাদি।

উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানিকারকরা গত ২০২২–২৩ অর্থ বছরে পণ্য রপ্তানি থেকে আয় করেছিল প্রায় ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। চলতি ২০২৩–২৪ অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ বিলিয়ন ডলার। নভেম্বর পর্যন্ত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ২২ দশমিক ২৩ বিলিয়ন ডলার যা নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৩৫ দশমিক ৮৬ শতাংশ। রপ্তানির এই আয় আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মাত্র ১ দশমিক ৩০ শতাংশ বেশি।

সংবাদটি শেয়ার করুন