ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ৯.৯৩ শতাংশ

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ৯.৯৩ শতাংশ

নিত্যপণ্যের লাগামছাড়া বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনায় দূর্বলতাই যেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে। পরিসংখ্যান ব্যুরো’র প্রতিবেদন বলছে, অক্টোবরে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে।

গত আগস্ট মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। বিবিএস-এর তথ্য বলছে, সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক বেড়ে হয়েছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি হলেও খাদ্য মূল্যস্ফীতিতে রেকর্ড ছাড়িয়েছে। গত মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ।

সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৮২ শতাংশ, যা অক্টোবরে হয়েছে ৮ দশমিক ৩ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে দেশের মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৩ শতাংশ। মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৩ শতাংশের অর্থ হলো আগের বছরের অক্টোবরে যে পণ্য ১০০ টাকা কেনা হয়েছে এ বছরের অক্টোবরে তা কিনতে হয়েছে ১০৯ টাকা ৯৩ পয়সায়।

সংবাদটি শেয়ার করুন