ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাছের পসরা সাজিয়ে বসেছে আড়িয়ল বিল পাড়ে

মাছের পসরা সাজিয়ে বসেছে আড়িয়ল বিল পাড়ে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিল এলাকার বিভিন্ন স্থানে বসছে মাছের মেলা। প্রতিদিন বিকালে আড়িয়ল বিল ঘেষা বাড়ৈখালী, আলমপুর, গাদিঘাট, টেক্কা মার্কেটসহ সড়কের পাশে দেশী প্রজাতির বিভিন্ন মাছের পসরা সাজিয়ে বসছেন প্রায় শতাধিক মৎস্যজীবী।

এখানে কাতল, গরর্মা, নলা, কালি বাউশ, মৃগেলসহ ছোট বড় নানা ধরণের মাছ সস্তায় বিক্রি হচ্ছে।স্থানীয়রা জানান, আড়িয়ল বিলের পানি কমতে থাকায় প্রচুর মাছ জেলেদের জালে ধরা পড়ছে। শিকারিরা এসব মাছ স্থানীয় হাটবাজার কিংবা সড়কের পাশে এনে বিক্রি করছেন। উন্মুক্ত জলাশয়ের তাজা মাছ কিনতে মানুষ ভিড় জমাচ্ছেন। এসব মাছ বিক্রি হচ্ছে ভাগা আকারে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, গাদিঘাট বাজার ও বাড়ৈখালী বাজার সংলগ্ন সেতুর ওপর মাছের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ৫০০ থেকে ১৫০০ টাকায় মাছের ভাগা কেনাবেচা হচ্ছে। কেউ চাইলে নিজের চাহিদা অনুযায়ী মাছ ক্রয় করতে পারছেন। স্থানীয় জেলেরা জানান, বিলের পানি কমার কারণে মাছ ধরা পরছে। আগামী কয়েকদিনের মধ্যে মাছ সব নেমে যাবে। এখন মাছের ভরা মৌসুম হওয়ায় আমদানীও বেশী তাই সস্তায় মাছ বিক্র হচ্ছে। বেপারীদের পাশাপাশি এলাকার সাধারণ ক্রেতারাও তাদের প্রয়োজনীয় মাছ সংগ্রহ করে নিতে পারছেন। নিত্য পণ্য ও সবজির বাজার মূল্য বৃদ্ধির কারণে অস্বস্তি প্রকাশ করলেও কম দামে মাছ কিনতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বাড়ৈখালীর সুকুমার দাস, শিপন, অনিল রাজবংশী, গাদিঘাট এলাকার সঞ্জয়, আবুল হোসেনসহ মৎস্য জীবীরা বলেন, গত রোববার থেকে জালে (ভেসাল) প্রচুর পরিমানে মাছ ধরা পড়ছে। আড়িয়ল বিলসহ এই অঞ্চলের খালের পানি কমতে থাকায় ছোট বড় অসংখ্য মাছ নামতে শুরু করেছে। ধারনা করা হচ্ছে আগামী ২/৩দিন জালে মাছ ধরা পড়বে।

সংবাদটি শেয়ার করুন