শোকাবহ আগস্টে দেশে খাদ্যে মূল্যস্ফীতি ব্যাপক বেড়ে রেকর্ড ১২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে। আগের মাসে (জুলাই) এই খাতে যা ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) রোববার (১০ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, দেশে খাদ্যে মূল্যস্ফীতি প্রায় গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রাম এলাকায় আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৭১ শতাংশ। আর শহর এলাকায় তা দাঁড়িয়েছে ১২ দশমিক ১১ শতাংশে। উভয় ক্ষেত্রে গত জুলাইয়ে যা ছিল ১০ শতাংশের নিচে। সবমিলিয়ে গত আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আলোচ্য মাসে তা ৯ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে। গত জুলাইয়ে এই হার ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। এর আগের মাসেও সেটা কমেছিল।
দেশে আগস্টে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। আলোচিত মাসে তা ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ। গত জুলাইয়ে যা ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ।
তুলনামূলক গ্রাম এলাকায় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। আর শহর এলাকায় ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।