ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৫০ টাকার নিচে মিলছেনা সবজি

চট্টগ্রামে ৫০ টাকার নিচে মিলছেনা সবজি

চট্টগ্রামের বাজারে খুচরায় ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। কেজিতে ১৫ টাকা কমে ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আগের দামে মাছ বিক্রি হলেও ৫০ টাকার নিচে কোন সবজি মিলছে না বাজারে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ডিমের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, আড়তদাররা প্রতি পিস ডিম টাঙ্গাইল থেকে ১১ টাকা ৩০ পয়সায় কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে ১১ টাকা ৬০ পয়সায় বিক্রি করছেন। অপরদিকে খুচরা বাজারে আজ প্রতিডজন ডিম ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও খুচরায় গত সপ্তাহে প্রতিডজন ডিম বিক্রি হয়েছিল ১৫০ টাকায়।

পাহাড়তলী ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল শুক্কুর বলেন, ডিমের দামের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসে নি। তবে ডিমের চাহিদা বেশি হবার পরও আমরা প্রতি পিস ডিমে ৩০ পয়সার বেশি লাভ করছি না।

এদিকে গতসপ্তাহে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭৫ টাকায় টাকায় বিক্রি হলেও শুক্রবার পণ্যটি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে প্রতিকেজি সোনালী মুরগি ৩২০, লেয়ার ৩৫০ ও দেশি মুরগি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারটিতে মুরগি বিক্রেতা শাহজাহান বলেন, ব্রয়লার মুরগির সরবরাহ ভাল তাই দাম কমে গেছে। আবহাওয়া ও যোগান ভাল থাকলে সামনে দাম আরো কমতে পারে।

এদিকে সবজির বাজারে প্রতিকেজি টমেটো ১২০, কাচামরিচ ২শ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শসা ৪০, গাজর ১৭০, বেগুন ৬০, পটল ৬০, মিষ্টি কুমড়া ৫০, করলা ৭০, চিচিঙ্গা ৫০, ঢেড়শ ৬০ ও লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতিকেজি ইলিশ ১২শ টাকা, পাবদা ৪৫০, রুপচাদা আকারভেদে ৮শ থেকে ১ হাজার, তেলাপিয়া ২৪০, পোয়া ৩৫০ ওও পাঙ্গাস ২শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন