- সব ধরনের সূচক উত্থান
- সেরা ডিএসইতে বেক্সিমকো
- সিএসইতে ওরিয়ন ফার্মা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ দুই স্টকে বেড়েছে। ডিএসইর লেনদেন দেড় হাজার কোটি টাকার ছাড়িয়েছে। বিক্রেতার চেয়ে ক্রেতার চাপ বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫১২ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১০ দশমিক ৬৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৮৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৫২ দশমিক ৯৯ পয়েন্টে এবং ১ হাজার ৪০১ দশমিক ১০ পয়েন্টে।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৪টি এবং কমেছে ৮২টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০২টির। এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ১৩৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৯০ দশমিক ১৯ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৬৫ কোটি ৬৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৬৪ কোটি ৯ লাখ টাকা, লুব-রেফ ৫৩ কোটি ৯৪ লাখ টাকা, নাভানা ফার্মা ৪৬ কোটি ৩৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪৫ কোটি ৪২ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ৪১ কোটি ২১ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৩৯ কোটি ২ লাখ টাকা এবং ইউনিক হোটেল ৩৪ কোটি ২৪ লাক টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিকে, সিএসইতে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৯ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টি, কমেছে ৫৩টি এবং পরিবর্তন হয়নি ১১৭টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৪৫ দশমিক ১১ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৬৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৮০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৮৪ দশমিক ৫২ পয়েন্ট এবং সিএসআই সূচক ১৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৫৩ দশমিক ৬৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৬ দশমিক ২২ পয়েন্টে, ১১ হাজার ৩৫৪ দশমিক ৭০ পয়েন্টে এবং ১ হাজার ২১৬ দশমিক ১৮ পয়েন্টে।
এদিন সিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ৩ কোটি ৩৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ১ কোটি ৭৬ লাখ টাকা, ফাইন ফুডস ১ কোটি ৬৫ লাখ টাকা, নাভানা ফার্মা ১ কোটি ৬১ লাখ টাকা, লুব-রেফ ১ কোটি ৪৫ লাখ টাকা, প্রাইম ইন্স্যুরেন্স ৮৯ লাখ টাকা, এওএল ৭৯ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৭৭ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৬৬ লাখ টাকা, এবং ম্যাকসন স্পিনিং ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
আনন্দবাজার/শহক