ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংক পৌঁছে গেছে হবিগঞ্জের পাহাড়ি চা-শ্রমিকদের কাছে। দিনমজুর ও নৃগোষ্ঠীর মতো প্রান্তিক ও বঞ্চিত মানুষদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছাতে সাহায্য করছে দ্রুত বর্ধনশীল এজেন্ট ব্যাংকিং চ্যানেল।
সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিকদের জন্য একটি ‘উঠান বৈঠক’ আয়োজন করে এজেন্ট ব্যাংকিং টিম। নৃগোষ্ঠীর সম্প্রদায়ের বেশ কিছু তাঁত শ্রমিকও বৈঠকে যোগ দেন। চা বাগানের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী এ মানুষেরা সাধারণত প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে।
বাহুবল এজেন্ট ব্যাংকিং আউটলেটের ফিল্ড অফিসারবৃন্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সঞ্চয়ের গুরুত্ব এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে স্বাচ্ছন্দ্যময় সেবা সম্পর্কে তথ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর বাহুবল এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট আল আমিন, অফিসার, এজেন্ট ব্যাংকিং, হবিগঞ্জ আবুল কালাম আজাদ; ও এজেন্ট ফিল্ড অফিসার তানভীর হোসেন।