ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের অফিস বেয়ারার্স নির্বাচন

বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের অফিস বেয়ারার্স নির্বাচন
  • সভাপতি-সামিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি কাজী আনোয়ারুল হক

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এর সভাপতি পদে সামিম আহমেদ পুণঃনির্বাচিত হয়েছেন। গিয়াসউদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি,  কে. এম. ইকবাল হোসেন এবং কাজী আনোয়ারুল হক, সহ সভাপতি পদে পুণঃনির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২২-২০২৩ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচন এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিপিজিএমইএ’র পল্টনস্থ প্রধান কার্যালয়ে নির্বাচনের  ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক বিগত ১ সেপ্টেম্বর তারিখে এসোসিয়েশনের পল্টনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। পরিচালনা পরিষদের নবনির্বাচিত ৭ জন সদস্য হচ্ছেন- সাধারণ গ্রুপ-ইউসুফ আশরাফ,  হুমায়ুন কবির বাবলু, এনামুল হক, আব্দুল মান্নান, আব্দুল কাদের জিলানি। সহযোগী গ্রুপকে এম ইকবাল হোসেন, খোরশেদ আলম। ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ নিম্নরূপঃ মোঃ জসিম উদ্দিন, সামিম আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, কে. এম. ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মোঃ ইউসুফ আশরাফ, জনাব ফেরদৌস ওয়াহেদ, জনাব শাহেদুল ইসলাম হেলাল, জনাব মোসাদ্দেকুর রহমান নান্নু, হুমায়ুন কবির বাবলু, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ ইয়াকুব, জনাব নুর আলম বাচ্চু, মোঃ আব্দুল মান্নান, এ.টি.এম.সাঈদুর রহমান বুলবুল, মোঃ শাহজাহান, মোঃ খোরশেদ আলম, এনামুল হক, আমান উল্লাহ, মোঃ আব্দুর রশিদ ভূঁইয়া,  আব্দুল কাদের জিলানী ।

সংবাদটি শেয়ার করুন