ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রেস ফান্ডের লভ্যাংশ ঘোষণা

রেস ফান্ডের লভ্যাংশ ঘোষণা
  • চলতি অর্থবছরে নগদ ২০৭ কোটি টাকা

পুঁজিবাজারের মন্দায়ও রেস অ্যাসেট ম্যানেজম্যান্টের ফান্ডগুলোর ট্রাস্টি ২০২১-২০২২ অর্থবছরের ব্যবসায় ২০৭ কোটি টাকার (নগদ) লভ্যাংশ ঘোষণা করেছে। গত রবিবার রেস ম্যানেজেমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি এ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

শ্রীলঙ্কার মন্দা ও ডলার সংকট কারণে চলতি অর্থবছরের শেষার্ধে ফান্ডগুলোর লাভে ধস নামে। এরপরও রেস ম্যানেজমেন্টের ফান্ডগুলো ভালো নদগ লভ্যাংশ ঘোষণা করছে। রেসের ১১ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় গড় ৭ দশমিক ৯১ শতাংশ হারে ২০৭ কোটি ৩৩ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে তালিকাভুক্ত ১০ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৭ দশমিক ২৫ শতাংশ হারে ২০২ কোটি ৩৮ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রেস ম্যানেজমেন্ট পরিচালিত অতালিকাভুক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড থেকে ১৪ দশমিক ৫০ শতাংশ হারে ৪ কোটি ৯৫ লাখ টাকার (নগদ) লভ্যাংশ ঘোষণা করা হয় এই বছরে। এদিকে ফান্ডগুলো ১০ টাকা অভিহিত মূল্য বিবেচনায় নগদ লভ্যাংশ ঘোষণা করলেও সবগুলোর ইউনিট দর ১০ টাকার নিচে অবস্থান করছে। যে কারনে প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) ফান্ডগুলোর ঘোষণার তুলনায় বেশি হবে।

এই বছর ১১ শতাংশ হারে (অভিহিত মূল্য বা ১০ টাকা বিবেচনায়) লভ্যাংশ ঘোষণা করা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৭ দশমিক ৪০ টাকা। এই ৭ দশমিক ৪০ টাকার উপর লভ্যাংশ পাওয়া যাবে ১ দশমিক ১০ টাকা। অর্থাৎ প্রকৃতপক্ষে (বাজার দরের তুলনায়) লভ্যাংশ পাওয়া যাবে ১৪ দশমিক ৮৬ শতাংশ। ফান্ডগুলোর মধ্যে গত রবিবার লেনদেন শেষে সর্বোচ্চ ৭ দশমিক ৪০ টাকায় যৌথভাবে রয়েছে ইবিএল এনআরবি ও ইবিএল ফার্স্ট ফান্ড। আর সর্বনিম্ন ৫ দশমিক ২০ টাকায় আছে সর্বনিম্ন ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড।

ইবিএল এনআরবি ফান্ড ১১ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড ৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট ফান্ড ৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড ৭ শতাংশ, পিএইচপি ফার্স্ট ফান্ড ৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট ফান্ড ৭ শতাংশ, আইএফআইসি ফার্স্ট ফান্ড ৭ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড ৭ শতাংশ, ইবিএল ফার্স্ট ফান্ড ৬ দশমিক ৫০ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড ৬ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এইবছর।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন