ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালাল ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার স্থানান্তর

শাহজালাল ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার স্থানান্তর

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বৈদেশিক বাণিজ্য শাখা ২৯ জুন থেকে নতুন ঠিকানায় (হুমায়ুন কোর্ট, ২১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বৈদেশিক বাণিজ্য শাখা ২০০৩ সালের ১১ মার্চ কার্যক্রম শুরু করেছিল। বর্তমানে গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। শাখা স্থানান্তরের আনুষ্ঠানিকতা উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, এনার্জিপ্যাক এর ব্যবস্থাপনা পরিচালক এনামুল এইচ চৌধুরী খসরু, বিকাশ এর অথরাইজড ডিসট্রিবিউটর জেন ইন্টারন্যাশনাল লিমিটেড এর চেয়ারম্যান ড. সিরাজ বদরুদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ভবন মালিক আলহাজ্জ হুমায়ুন মজিদ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউনুছ বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ও অবদান রেখে চলেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এ মতিঝিল। শাহ্জালাল ইসলামী ব্যাংক অত্র এলাকাসহ দেশের বৃহত্তর অর্থনীতিতে আরো অধিক ভূমিকা রাখবে বলে তিনি তাঁর বক্তব্যে জানান।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতিকে আরো বেগবান করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য আমরা নিত্যদিনের আর্থিক সেবা ও ব্যাংকিং পণ্য সহজে পৌঁছে দিতে চাই দেশের সাধারণ মানুষের দোরগোঁড়ায়।

সংবাদটি শেয়ার করুন