ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেনে ডানায় ভর

লেনদেনে ডানায় ভর

ডিএসইর ৮শ কোটিতে, সিএসইর ৬০ কোটি

শীর্ষে ডিএসইতে শাইনপুকুর, সিএসইতে উত্তরা ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেন বেড়ে ৮শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। অপরদিক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমে ৬০ কোটি ঘরে চলে এসেছে। দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। উভয় স্টকে সব ধরনের সূচক উত্থান হয়েছে।

ডিএসইতে বস্ত্র, খাদ্য আনুষঙ্গিক, ওষুধ রসায়ন, জ্বালানি শক্তি, সিমেন্ট, আইটি, পাট, বিবিধ এবং পেপার খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।  অপরদিকে বিমা এবং সিরামিক খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন ইঞ্জিনিয়ারিং, নন ব্যাংকিং আর্থিক, ফান্ড, সেবা আবাসন, চামড়া, টেলিকম এবং ভ্রমন অবসর খাতের কোম্পানির শেয়ার দর বাড়া-কমার ছন্দ ছিল। শেয়ার দর বাড়া-কমার একই চিত্র ছিল পুঁজিবাজার সিএসইতে।

এদিন পুঁজিবাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে ডিএসইর ৫২ দশমিক শূন্য ৯ শতাংশ এবং সিএসইর ৫৪ দশমিক ৬০ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। অপরদিকে ডিএসইর ৩৪ দশমিক ৮২ শতাংশ এবং সিএসইর ৩৩ দশমিক ১০ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর এই ধরনের বৃদ্ধি-হ্রাস স্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা বলে জানায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

ডিএসইতে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। গত সোমবার লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৩৩টির এবং পরিবর্তন হয়নি ৫০টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪২ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৯ দমমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ২৯৪ দশমিক ৫৮ পয়েন্ট এবং ১ হাজার ৩৮৫ দশমিক ৬৫ পয়েন্টে।

ডিএসইতে শাইনপুকুর সিরামিকসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন শাইনপুকুর সিরামিকস ৩৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ২৯ কোটি ৯ লাখ টাকা, ফু-ওয়াং ফুড ২২ কোটি ৫৫ লাখ টাকা, বিডি ফাইন্যান্স ২২ কোটি ৫৪ লাখ টাকা, ডেল্টা লাইফ ১৭ কোটি ৬৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ কোটি ৬৬ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্স ১৪ কোটি ৭১ লাখ টাকা, স্যালভো কেমিক্যাল ১৪ কোটি ৫২ লাখ টাকা, ইয়াকিন পলিমার ১৪ কোটি ২১ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ১৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপর পুঁজিবাজার সিএসইতে এদিন (মঙ্গলবার) লেনদেন হয়েছে ৬০ কোটি ৩৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬১ কোটি ২০ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬০টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৭৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২৮ দশমিক ৪৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৭০ দশমিক ১৩ পয়েন্টে, ১৩ হাজার ৫২৯ দশমিক ৫৬ পয়েন্টে, ১১ হাজার ১৮৭ দশমিক ৮১ পয়েন্টে এবং ১ হাজার ১৮২ দশমিক ১৩ পয়েন্টে।

সিএসইতে উত্তরা ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন উত্তরা ব্যাংক ১৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যমুনা ব্যাংক ১৪ কোটি ৩০ লাখ টাকা, জনতা ১ম ফান্ড ৩ কোটি ৩ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ২ কোটি ১৭ লাখ টাকা, ফনিক্স ফাইন্যান্স ১ কোটি ৮০ লাখ টাকা, নাহি এ্যালুমিনিয়াম ১ কোটি ৭৮ লাখ টাকা, ইবনে সিনা ১ কোটি ৩৩ লাখ টাকা, জিপিএইচ ইস্পাত ১ কোটি ৩১ লাখ টাকা, ওয়ান ব্যাংক ১ কোটি ১৭ লাখ টাকা এবং শাইনপুকুর ১ কোটি ৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সংবাদটি শেয়ার করুন