ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএমএমইউর অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

বিএসএমএমইউর অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
  • আহ্বায়ক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, সদস্য সচিব ডা. মো. শহীদুল্লাহ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যালামনাই এসোসিয়েশনের  আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও সদস্য সচিব হিসেবে নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ্ (সবুজ) দায়িত্ব পেয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের ওপেনিং মেম্বারশিপ ড্রাইভ’ অনুষ্ঠানে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ২৪ বছর পর এই প্রথম এ প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নেয়া শিক্ষার্থীদের পেশাগত জীবনের মানোন্নয়ন, উন্নততর করার লক্ষ্য ও ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে এ কমিটি গঠন করা হয়। গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন  আহমেদ বলেন, দীর্ঘ ২৪ বছরের অচলায়তন ভেঙ্গে আমরা অ্যালামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু করলাম। এ সংগঠনের সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে পেশার মানোন্নয়নে নানান পদক্ষেপ নেবে। সদস্যদের বিপদে আপদে সবাই একসঙ্গে থাকবে। আমরা খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব।

এ আহ্বায়ক কমিটি ঘোষণাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন ।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যারা হলেন বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক,  এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব, অধ্যাপক ডা. শাহীন আখতার, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল আমিন টিটু,  রেডিওলজি  এন্ড ইমেজিং বিভাগের  সহযোগী অধ্যাপক ডা. মোছা: সাঈদা শওকত, সহযোগী অধ্যাপক (সার্জারি অনকোলজি) ডা. মোঃ রাসেল, সহযোগী অধ্যাপক ডা. রসুল আমিন।

 এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সংগঠনের প্রথম সদস্য ফরম পূরণ করেন। সংগঠনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব পোস্ট গ্রাডুয়েট রিসার্চের শিক্ষার্থীরা সদস্য হতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন