ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল ইসলামী ব্যাংকের কুষ্টিয়া শাখা স্থানান্তর

শাহজালাল ইসলামী ব্যাংকের কুষ্টিয়া শাখা স্থানান্তর

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ-এর কুষ্টিয়া শাখা ১৯ জুন ২০২২ইং তারিখ থেকে নতুন ঠিকানায় (গনি ভবন, ০১ এন. এস. রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন।

গ্রাহকদের অধিকতর সেবা প্রদান এবং চাহিদার প্রেক্ষিতে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি নাসির উদ্দিন মৃধা, রশীদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ, দেশা এনজিও এর নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, ন্যাচারাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী এহসানুল হক বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা, ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জি এম. কামরুজ্জামান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে শাখার সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন