- ৭২ ভাগ কোম্পানির দর উত্থান, পতন ২২
- সেরা ডিএসইতে বেক্সিমকো, সিএসইতে রুপালি লাইফ
- ডিএসইর লেনদেন নয়শ কোটি টাকার ঘরে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ৭২ ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন পরিমাণ কমলেও সিএসইতে বেড়েছে। তবে ডিএসইর লেনদেন কমে এদিন ৯ শত কোটি টাকার ঘরে চলে এসেছে। গতকাল রবিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে (দুই স্টক) এদিন ৭১ দশমিক ৯১ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসইর ৭১ দশমিক ৮২ শতাংশ এবং সিএসইর ৭২ দশমিক শূন্য ১ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়েছে। এদিন পুঁজিবাজারে ২২ দশমিক ৫৩ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এর মধ্যে ডিএসইর ২২ দশমিক ৮৯ শতাংশ এবং সিএসইর ২২ দশমিক ১৮ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়।
এদিন ডিএসইতে টেলিকম ও সিরামিক খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এছাড়া ডিএসইতে ব্যাংক, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, নন ব্যাংকিং আর্থিক, খাদ্য আনুষঙ্গিক, জ্বালানী শক্তি, আইটি, বিবিধ, ফান্ড, ওযুধ রসায়ন, ভ্রমন অবসর, বিমা এবং সেবা আবাসন খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর উত্থান হয়েছে। অপরদিকে পেপার এবং পাট খাতের কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এদিন অন্য খাতের উত্থান পতনের কিছুটা ছন্দ রয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর এ ধরনের বাড়া-কমাকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা বলে জানায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। অপরদিকে সিএসইতে রুপালি লাইফ ইন্স্যুরেন্স শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে ডিএসইতে বেক্সিমকো এবং সিএসইতে রুপালি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার স্থান পেয়েছে। এদিন ডিএসইতে বেক্সিমকো ৭২ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যেখানে ডিএসইর ৩৮০টি প্রতিষ্ঠান একত্রে লেনদেন হয়েছে ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে রুপালি লাইফ ইন্স্যুরেন্স ৭ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যেখানে সিএসইর ২৯৩টি প্রতিষ্ঠান একত্রে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিবিএস ২৯ কোটি ২ লাখ টাকা, বিডি কম ২৬ কোটি ৬৮ লাখ টাকা, ড্রাগন সোয়েটার ২৬ কোটি ৬২ লাখ টাকা এবং ওরিয়ন ফার্মা ২৩ কোটি ২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এছাড়া এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্স ৬ কোটি ৭৬ লাখ টাকা, বেক্সিমকো ১ কোটি ৬৮ লাখ টাকা, বিবিএস ১ কোটি ২১ লাখ টাকা এবং কেয়া কসমেটিকস ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
ডিএসইতে রবিবার লেনদেন হয়েছে ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৬১ কোটি ২০ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৮৭টির এবং পরিবর্তন হয়নি ২০টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৮ দশমিক শূন্য ৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৪৬৩ দশমিক ১৯ পয়েন্টে এবং ১ হাজার ৪৬৩ দশমিক ১৮ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২১১টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ১৭টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৩৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৯৯ দশমিক ৬৬ পয়েন্টে।
আনন্দবাজার/শহক