ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের সুরক্ষায় বিমা

প্রতিবন্ধীদের সুরক্ষায় বিমা

নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীদের (এনডিডি) জন্য সুরক্ষা বীমা চালু করার উদ্যোগ নিয়েছে সাধারণ বীমা কর্পোরেশন। আগামী ১ মার্চ জাতীয় বিমা দিবসে এ পলিসির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এ বিমার উদ্যোগ নেয়া হয়েছে। যার প্রিমিয়াম হবে ৬০০ টাকা। এ প্রিমিয়াম দিয়ে এক লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন প্রতিবন্ধী ব্যক্তিরা।

গত ১৩ মার্চ সাধারণ বীমা কর্পোরেশন ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান এবং এনডিডি সুরক্ষা ট্রাস্টের এমডি (যুগ্মসচিব) ড. মো. আনোয়ার উল্ল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তারা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন, সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার, আর্থিক প্রতিষ্ঠান সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহসহ আরো অনেকে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন