ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, একজন আটক

তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরের জাজিরায় রাতের আঁধারে মশাল হাতে বিক্ষোভ করতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের। বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা–শরীয়তপুর সড়কের মিরাশা এলাকায় এই মিছিল বের হয় বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশ জানায়, মিছিলে দুই শতাধিক ব্যক্তি অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৬৫টি মশাল। একই রাতে সদর উপজেলার একটি এলাকাতেও আওয়ামী লীগের আরও একটি মশাল মিছিল হয় বলে জানা গেছে, যদিও সুনির্দিষ্ট স্থানের তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি।

গতকাল রাতের এই দুই মিছিলের ভিডিও ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজগুলোতে পোস্ট করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, মশাল হাতে সংগঠনের নেতা-কর্মীরা তফসিলকে ‘অবৈধ’ দাবি করে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। অংশগ্রহণকারীদের মুখে মাস্ক ছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। একজনকে আটক করা হয়েছে এবং মশালগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন