ঢাকা | শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শামসুদ্দিন মালিথার বিরুদ্ধে ঈশ্বরদী বিএনপিতে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ সুলভ মালিথা।

বুধবারে দাশুড়িয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শামসুদ্দিন মালিথা একজন বহুল আলোচিত ও ঘন ঘন দলবদলকারী রাজনীতিবিদ, যিনি একাধিকবার আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিএনপির মধ্যে অবস্থান পরিবর্তন করেছেন।

তিনি আরও জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শামসুদ্দিন মালিথা বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন এবং তার অনুসারীরা ধানের শীষ প্রতীকের পোস্টার পর্যন্ত পুড়িয়ে দেন। এ কারণে দলের কেন্দ্রীয় নির্দেশে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দাশুড়িয়া ইউনিয়নে সংঘটিত সকল সহিংস ঘটনার নেপথ্যে শামসুদ্দিন মালিথার সংশ্লিষ্টতা রয়েছে যা দলীয় ঐক্য বিনষ্টের অপচেষ্টার শামিল।

সুলভ মালিথা বলেন, আমরা চাই, বিএনপির নেতৃত্বে প্রকৃত ত্যাগী ও আদর্শবান নেতারা সামনে আসুক। বিভ্রান্তিকর, সুবিধাবাদী রাজনীতির কোনো স্থান ঈশ্বরদী বিএনপিতে থাকবে না।

সুলভ মালিথা আরো বলেন, গত ১ আগস্ট ঈশ্বরদী বিএনপির একাংশের সভায় এবং ৩ আগস্ট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদ্য কারামুক্ত মজলুম জননেতা শরিফুল ইসলাম তুহিন ও আমার বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক, হিংসাত্মক বক্তব্য দেওয়া হয়েছে যা সম্পূর্ণ বানোয়াট।

২০০৩ সালে যুবলীগ নেতা আব্দুল খালেক মেম্বার হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তুহিনসহ ১৯ জনকে আসামি করা হয়েছিল। পরবর্তীতে আদালতের মাধ্যমে তুহিন নির্দোষ প্রমাণিত হয়ে দীর্ঘ ২২ বছর পর কারামুক্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের আহবায়ক পান্জু রহমান সরদার, সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া হাসেম, সাধারণ সম্পাদক চামেলি আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন