ঢাকা | শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে- বিভিন্ন কর্মসূচিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত 

জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে- বিভিন্ন কর্মসূচিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে ।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় শহরের নতুনহাট-দেওয়ান পাড়া এলাকায় শহীদ মেহেদী হাসানের কবরে- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী প্রথম পুষ্পস্তবক অপর্ণ করেন। 

এরপর একে একে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্প স্তবক অর্পণ করেন। পরে মেহেদী হাসান সহ  সকল জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এর পর শহরের  শিল্পকলা একাডেমী  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে- জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে- অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে- জুলাই শহীদ পরিবারের সম্মিলন, আলোচনা সভা, গ্রাফিতি ম্যারাথন ও সাইক্লিং প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার , শহীদ পরিবারের সদস্যদের উপহার এবং রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা ও পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা ।  

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ ছাড়া পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মোহাম্মদ রায়হান, জয়পুরহাট পৌরসভার প্রশাসক সবুর আলী সিভিল সার্জন ডা: আল মামুন, জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল,জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,জেলা জামায়াত ইসলামীর আমির ডা:ফজলুর রহমান সাঈদ সহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভুমি কমিশনার সহ জেলার জুলাই শহীদদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন