পাবনা সাঁথিয়া উপজেলার ধোপাদহ বাজারে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, ধোপাদহ মৌজায় আরএস খতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪-এর ২৭ শতক এবং খতিয়ান নং ৭১৮, দাগ নং ৭৭১-এর ৬ শতক জমি সরকারি খাস সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত। অথচ পার্শ্ববর্তী বাসিন্দা চেনিলালের ছেলে রফিক ও শিহাব প্রভাব খাটিয়ে ওই জমি দখল করে অবকাঠামো নির্মাণ করছিলেন।
সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে সেনাবাহিনীর সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসিল্যান্ড সাদিয়া সুলতানা জানান, দখলদারদের জমির বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হলেও তারা তা দেখাতে ব্যর্থ হন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেননি। ফলে সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, “সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রফিক ও শিহাব ভুয়া দলিল দেখিয়ে জমি ভোগ করছিলেন এবং সম্প্রতি পুরো এক বিঘা জায়গায় অবকাঠামো নির্মাণ শুরু করেন।
উচ্ছেদ অভিযানে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব, গ্রাম পুলিশ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।




