ঢাকা | শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ হলো জয়পুরহাটে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা-২০২৫

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”-এ শ্লোগানকে সামনে নিয়ে জয়পুরহাটে শেষ হলো সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৫।

রবিবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় ও বনবিভাগ এর আয়োজনে স্থানীয় শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সামাজিক বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মতলুবুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ। সমাপনী দিনে মেলায় অংশগ্রহনকারী ষ্টলের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া মেলায় অংশগ্রহনকারী সকল নার্সারী মালিককে সন্মাননা স্মারক ও একটি করে ঝরনা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে আগত সকল স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে একটি করে ফলজ ও একটি করে বনজ বৃক্ষের চারা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন