ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক দম্পতিকে লাঞ্ছিতের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে এক শিক্ষক দম্পতি লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক দম্পতি হলেন ফতেপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাজিবুল হক ও প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন নাহার। তারা জানান, জরুরি বিভাগের চিকিৎসক ও হাসপাতালের কয়েকজন কর্মীর সহযোগিতায় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে।
তাজিবুল হক অভিযোগ করেন, “আমার স্ত্রী ও আমি অসুস্থ বোধ করে হাসপাতালে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ওষুধ বিক্রয় প্রতিনিধির সঙ্গে ব্যস্ত
থাকায় আমরা ভেতরে প্রবেশে বাধা পাই। পরে চিকিৎসক আমার চিকিৎসা দিলেও স্ত্রীর চিকিৎসা দিতে অস্বীকার করেন। আমি এর প্রতিবাদ করায় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ করেন। এরপর তার সহযোগীদের মাধ্যমে আমাদের শারীরিক লাঞ্ছিত করা হয় এবং জরুরি বিভাগের ভিতরে আটকে রাখা হয়।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক সমাজ ও স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার পর শিক্ষক দম্পতি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে জরুরি বিভাগের চিকিৎসক রিফাত বিনতে জান্নাত দাবি করেন, “আমি যথাযথ চিকিৎসা দিয়েছি। প্রেসার মাপার সময় ভুল বোঝাবুঝি
হয়েছে। তাদের অভিযোগের কোন ভিত্তি নেই।” মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাসনিম হোসেন আরিফ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন