ঢাকা | শনিবার
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ‘Mothers of July’ অনুষ্ঠিত

জয়পুরহাটে পুনর্জাগরণ উদযাপন-২০২৫ উপলক্ষে ‘জুলাই এর মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ, ডকুমেন্টরি প্রদর্শন ও আলোচনা সভা-‘ Mothers of July ‘ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে- জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাইলুন নাজমা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে- প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।

এতে জয়পুরহাট জেলার প্রথম শহীদ বিশালের মা- বুলবুলি খাতুন, শহীদ রিতা আক্তারের মা-রেহেনা বেগম, জুলাইয়ের আহত যোদ্ধা মোরসালিন হোসেন ও জুলাই কন্যা- ছামিতুন ইসলাম মিতুন বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে জেলার জুলাই শহীদ পরিবারের সদস্যদের উপহার প্রদান করা হয়।

এ সময় অন্যানের মধ্যে- অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, অতিরিক্ত ডেপুটি কমিশনার বিপুল কুমার, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান সহ জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন