জয়পুরহাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্গত জেলার সকল ইউনিটের সদস্যদের মাঝে- ‘নিবন্ধন ফরম বিতরণ’ অনুষ্ঠান জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বাবুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে জেলা জাতীয়তাবাদী দল- বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে- জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের শ্রমিকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেয়া হয়।




