ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আমিনুরের মতবিনিময়

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ব্যাবসায়ী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম-সিআইপি জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে
মতবিনিময় সভা করেন।

বুধবার বেলা ১২টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে তিনি জেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা করেন।

ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি ঢাকা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ওমানে গিয়ে দীর্ঘদিন প্রবাসী জীবন কাটান। বর্তমানে তিনি দেশে এসে নিজ এলাকায় বাস করছেন। তিনি ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসাবে কাজ করেছেন। ওমানে থাকা অবস্থায় তিনি সেখানকার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি এলাকায় থেকে জয়পুরহাটবাসীর সেবা করতে চান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের প্রার্থী হিসাবে বিএনপি’র কাছে মনোনয়ন চাইবেন। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি সংসদ সদস্য হয়ে এলাকায় জনগনের সেবায় কাজ করতে চান। বিএনপি যদি তাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেন তাহলে তিনি তার সাথে কাজ করে যাবেন। তিনি বিএনপিকে সাথে নিয়ে সকলের জন্য তথা জেলাবাসীর কল্যাণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের একজন ব্যবসায়ী হিসাবে সিআইপি নির্বাচিত হয়েছেন তাই তিনি জয়পুরহাট জেলাকে ব্যবসাবান্ধব জেলা হিসাবে সারাদেশে তুলে ধরতে চান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তিলকপুর ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন, নয়ন হোসেন, সোহাগসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন