জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে- লাখো কন্ঠে শপথ পাঠ কেন্দ্রীয় ভাবে ঢাকার সাথে ভারচুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
শপথ পাঠ এর পর- জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা সমাজসেবা অফিসার ইমাম হোসেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, এনসিপি’র জেলা যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু সহ জুলাই যোদ্ধা ও জুলাই কন্যা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুর্নীতি নীতি বিরোধী সমাজ সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ হয়।




