মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আমন ধানের বাম্পার ফলন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সর্বত্র চলতি মৌসুমের আমন ধান কাটা শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতসহ নিম্ন এলাকায় বন্যা হওয়ার পর এ মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে যে দিকে চোখ যায় শুধু পাকা ধান আর পাকা ধান। চলছে ধান কাটা। আমন ধানকে ঘিরে কৃষকরা প্রাণভরে ধান কেটে মাড়াই কাজে এখন ব্যস্ত সময় করছেন। তবে এ মৌসুমে ধানের ফলন ভালো ও বাজারে বিক্রিতে ধানের ভালো দাম থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলেছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি অফিস জানায়, আমন মৌসূমে পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়। শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধানের ফলন ভাল হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এ উপজেলায় প্রায় ২৫শতাংশ আমন ধান কাটা হয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা শুরু হওয়ায় কৃষি শ্রমিকের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। তবে ধান কাটার জন্য বিভিন্ন জেলা থেকে কাজের শ্রমিক এলাকায় আসতে শুরু করেছে।

পৌর শহরের তারাগন, দেবগ্রাম, খড়মপুর, দূর্গাপুরসহ বিভিন্ন এলাকার কৃষকরা ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ধান আবাদ করা হয়েছে। উপজেলার মোগড়া গ্রামের কৃষক মো. তমিজউদ্দিন বলেন, ৬বিঘা জমিতে আমন ধান আবাদ করেন। ৩বিঘা জমির ধান কেটেছেন। বিঘা প্রতি ১৬-১৭ মন ধান পেয়েছেন। স্থানীয় বাজারে ৮মন ধান ৯শত৫০ টাকা দরে বিক্রি করেছেন। সঠিক ভাবে জমির পরিচর্যা করায় ধানের ভাল ফলন হয়েছে বলে জানায়।

আরও পড়ুনঃ  নিম্নমানের মাড়াইকলে ভোগান্তি

কৃষক মো: আফজাল মিয়া বলেন, ১০বিঘা জমিতে ধান আবাদ করেন তিনি। শুরুতে টানা বৃষ্টির কারনে জমি নষ্ট হলেও ফলন ভালো হয়েছে। ৪বিঘা জমির ধান কাটা হয়েছে। আগামী ১সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে। প্রতি বিঘা জমিতে ১৬-১৮ মন ধান হয়েছে। এবারের মতো ধান গত কয়েক বছরে হয়নি বলে জানায়। বাজারে ভালো দাম পাওয়া গেছে।

কৃষক লিয়াকত হোসেন বলেন, আমন ধান আবাদে খরচের পরিমান বোরোর চাইতে তুলনামুলক অনেক কম হয়। নানা প্রতিকুলতার পরও এবার জমিতে ভালো ধান হয়েছে। কৃষক আবেদ আলী জানায়, গত মৌসুমের ক্ষতি পুষাতে ধার দেনা করে ৫বিঘা জমিতে রোপা আমন ধান আবাদ করেন। দুই বিঘা জমির ধান তার কাটা হয়েছে। বিঘা প্রতি ধান পেয়েছেন ১৬-১৭ মন ধান। পাশাপাশি স্থানীয় বাজারে ধান বিক্রিতে ভালো দাম পাওয়ায় তিনি খুবই খুশি। কৃষক আলী আজম বলেন, রোধ বৃষ্টি ভিজে দিন রাত পরিশ্রম করে ৮ বিঘা জমিতে রোপা আমন ধান আবাদ করেন। আগামী সপ্তাহে জমির ধান কাটা হবে বলে জানায়। গত কয়েক বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো হওয়ায় জমির দিকে তাকালে তার মন জুড়িয়ে যায় বলে জানায়।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সারা উপজেলায় ধান কাটা শুরু হয়েছে। প্রথম দিকে টানা বৃষ্টিপাত হলেও সময় মতো পানি চলে যাওয়ায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। আবহাওয়া অনুকুল থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

আরও পড়ুনঃ  অচেনা শ্রাবণে পুড়ছে আমন

আনন্দবাজার/শাহী/নয়ন

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন