ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় ধানের দাম কমায় ব্যাপক দুশ্চিন্তায় কৃষকরা

নতুন ধান ওঠা শুরু করেছে নওগাঁর হাটগুলোতে। কিন্তু শুরুতেই মণপ্রতি ধানের দাম কমেছে ১৫০ টাকা। ফলে মূল্য কমায় ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে হঠাৎ ধানের মূল্য কমে যাওয়াকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন কৃষকরা।

কিন্তু ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারি মূল্যের সাথে সংগতি রেখে ধান কেনায় মূল্য কমেছে। কিন্তু ধানের মূল্য কমিয়ে ব্যবসায়ীদের মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল বলছেন কৃষক নেতারা।

বর্তমানে পাকা ধান কৃষকের ঘরে তুলে দিতে নারীদের ব্যস্ততা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সংসারের খরচ মেটানোর পাশাপাশি দেনা-পাওনা শোধে কেটে তোলা ধান বিক্রির জন্য হাটে নিচ্ছেন চাষিরা। কিন্ত ১০ দিন আগের চেয়ে বর্তমানে হাটে মণপ্রতি ১৫০ টাকা পর্যন্ত কমেছে ধানের মূল্য। ফলে হঠাৎ ধানের মূল্য কমানো ভাবিয়ে তুলছে কৃষককে।

 সরকার কৃষকের কাছ থেকে ধান ২৬ টাকা কেজি এবং মিলারদের কাছ থেকে কিনবে ৩৭ টাকা কেজিতে চাল। গেল ২৮ অক্টোবর এ ঘোষণার পর থেকেই এক হাজার ২৫০ টাকা মণ দরের ধান হাজার ৫০ টাকায় নেমে এসেছে।

নওগাঁর চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, সরকারি মূল্যের সাথে সংগতি রেখে ধান কেনায় দাম কমেছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন