ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় সরিষার আবাদ করতে পারছেন না কৃষকরা

কয়েক দফা বন্যায় উল্লাপাড়ার সরিষার চাষ অনেক পিছিয়ে পড়েছে। কার্তিকের শুরু থেকেই উল্লাপাড়ায় শুরু হয়ে যায় সরিষা বোনা। কিন্তু আশ্বিনের মধ্য সময়ে ৪র্থ বার বন্যা হওয়ায় মাঠে লম্বা সময় পানি জমে থাকায় লোনা ধরে গেছে।

ফলে বর্তমানে জমি থেকে পানি নামলেও লোনা ধরার কারণে জমিগুলো শুকাতে অনেক দেরি হচ্ছে। তাই কৃষকরা এখনও সরিষার চাষ শুরু করতে পারছেন না।

জানা গেছে, এ বছর চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় প্রায় ১৮ হাজার ৭ শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। উপজেলার প্রায় সব মাঠেই কমবেশি সরিষার চাষ হয়ে থাকে। এর মধ্যে বড় পাঙ্গাসী, বাঙ্গালা, পূর্ণিমাগাতী, উধুনিয়া,মোহনপুর, কয়ড়া, দুর্গানগর ইউনিয়ন এলাকায় সবচেয়ে বেশি পরিমাণ জমিতে সরিষার চাষ হয়ে থাকে।

স্থানীয় কৃষকরা বলেন, বর্তমানে সরিষা ফসলের চাষাবাদের মৌসুম চলছে। কার্তিক মাসের প্রথম থেকেই এর জমি তৈরি ও বীজ বোনা শুরু হয়। এখন কার্তিক মাসের মাঝা সময় চলছে। কিন্তু এখনও সরিষা বোনা শুরু করতে পারেনি কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার উধুনিয়া, বাঙ্গালা, মোহনপুর, সদর ইউনিয়নের কয়েকটি মাঠে এখনও কমবেশি বন্যার পানি আছে। আবার দু’একটি মাঠে পানি নামলেও জমি এখনো ভালোভাবে শুকায়নি। চলতি বছর দীর্ঘমেয়াদী বন্যায় এমন অবস্থা হয়েছে বলে কৃষকরা জানান।

তারা আরও জানান, জমির মাটি ভালোভাবে শুকালেই হালচাষ দিয়ে জমি তৈরি করে সরিষার বীজ বোনা হবে। তবে আবহাওয়া শুষ্ক ও কড়া রোদ থাকলে আগামী ৭ দিনের মধ্যে পুরোদমে সরিষার বীজ বোনা শুরু হবে।

উল্লাপাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো, আজমল হক জানান, চলতি বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৮ হাজার ৭ শ ৫০ হেক্টর জমিতে। তবে সরিষা বোনা দশ থেকে ১৫ দিন পিছিয়ে যাবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা ফলনে কোনো সমস্যা হবে না। এরইমধ্যেই কোনো কোনো এলাকায় দু’-একটি করে জমিতে সরিষা বীজ বোনা শুরু হয়েছে বলে এ প্রতিবেদককে জানানো হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন