সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জলঢাকায় কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ

জলঢাকায় ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ- চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের সাংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল(অবঃ)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার মাহমুদুল হাসান, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব অধ্যাপক মুমিনুল ইসলাম মঞ্জু, শৌলমারী জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাকী। অনুষ্ঠান শেষে ৩ শত ৫২ জন কৃষকের মাঝে ১২ প্রকারের বীজ বিতরণ করেন। প্রত্যেক কৃষককে ২ শত ৮ গ্রাম বীজ ও ৪টি করে পেপের চারাসহ সাইনবোর্ড প্রদান করা হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস/এম এম

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বারি সরিষা-১৪ চাষে মাঠ দিবস

সংবাদটি শেয়ার করুন