বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে সবার নজর কাড়ছে বেগুনি ধান

বেগুনি ধান চাষ করে সবার নজর কেড়েছেন ময়মনসিংহ বিভাগের ঈশ্বরগঞ্জের কৃষক চাঁন মিয়া। আশেপাশে সব সবুজ ধানের সোনালী শীষ। তার মাঝে ফুটে আছে মনোরম বেগুনি রঙের ধান।

উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া ব্লকে যাত্রাপথে চোখ আটকে যায় সবুজের ভেতরে থাকা বেগুনি ধানের ক্ষেতে। কৃষক চাঁন মিয়া এবার দশ শতক জমিতে চাষ করেছেন বেগুনি ধান। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় উপজেলায় প্রথম বারের মতো বেগুনি ধানের চাষ করে জনপ্রিয় হয়ে গেছেন তিনি। বেগুনি ধান দেখতে প্রতিদিনই ভীড় জমাচ্ছে মানুষ।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা চাঁন মিয়াকে বেগুনি ধান সম্পর্কে জানান। বেগুনি ধান সম্পর্কে জানার পর চাঁন মিয়া রাজি হন দশ শতক জমিতে বেগুনি ধান চাষ করতে। পরীক্ষামূলক জমি চাষ করতে হালুয়াঘাট থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা এক কেজি বীজ ধান সংগ্রহ করে দেন তাকে। সেই বীজ ধান দিয়ে ধানের চারা উৎপাদন করে দিগন্ত জোড়া সবুজ মাঠ ভরে উঠেছে বেগুনি ধানে।

কৃষক চাঁন মিয়া বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী তিনি বেগুনি ধানের আবাদ করতে সম্মত হন। ধানের উৎপাদনও ভালো হয়েছে। ধানের বীজ নেওয়ার জন্য অনেকে যোগাযোগ শুরু করেছে ইতোমধ্যে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, দিগন্তজোড়া সবুজের মাঝে বেগুনি ধান দেখতে ভালই লাগে। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ও সংগৃহীত বীজে চাঁন মিয়া তার জমিতে বেগুনি ধানের চাষ করেছেন। এতে বেগুনি ধানের চাষ করতে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ  ৪৯ কোটি টাকার সেচ প্রকল্প চালু হচ্ছে পাহাড়ে

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন