ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হাওরে এখনও ৬৫ ভাগ ধান কাটা বাকি

হাওর অঞ্চলে এখনও ৬৫ ভাগ ধান কাটা বাকি রয়েছে। সরকারের দেয়া ধান কাটা যন্ত্র হারভেস্টার, রিপার সরবরাহ ও ধান কাটার শ্রমিক ছাড়াও  আওয়ামীলীগের অনেক নেতা-কর্মীরাও ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন। এরপরও কৃষকের মনে আতঙ্ক থেকেই যাচ্ছে। আকাশে মেঘ দেখলেই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।

তবে  কৃষি সম্প্রসারণ অধিদফতর আশা করছে আগামী ১০ দিনের মধ্যে হাওরের ধান কাটা শেষ হবে।

অধিদফতর সূত্র জানায়, এ পর্যন্ত হাওরে মাত্র ৩৫ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। এবার সারাদেশে ৪৭ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কৃষি মন্ত্রণালয় এবার দুই কোটি চার লাখ মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সারাদেশে বোরো ধান কাটার সময় এখনও পুরোপুরি শুরু হয়নি। যারা আগাম বি-আর ২৮ ধান লাগিয়েছেন তারা এখন ধান কাটছেন। তবে সারাদেশে ধান কাটার মৌসুম শুরু হতে এখনো ১০-১৫ দিন সময় লাগবে।

 আরও জানা যায়, সারাদেশ হিসাব করলে মাত্র চার ভাগ ধান কাটা হয়েছে। তবে হাওরে আগাম ধান লাগানো হয় বিধায় এ ধান আগাম পাকে। হাওর বেষ্টিত সাত জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগ।

আনন্দবাজার/ শহক

সংবাদটি শেয়ার করুন