সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে কৃষি প্রযুক্তি মেলা শুরু

মাগুরা জেলা সদরের কালেক্টরেট মাঠে আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) থেকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন মাগুরা-১ আসসের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এর আগে মেলা উপলক্ষে বেলা ১১টায় শহরে র‌্যালি বের করা হয়। পরে এ র‌্যালিটি শহর ঘুরে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেয় অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এছাড়াও পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।

 আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাছ কেটে একাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন