মেসার্স থ্রি আর অক্সাইড ক্রাসিং কারখানার কারণে,কালিতে ছেয়েছে এলাকা। বায়ু দূষণে অস্থিরতা বেড়েছে এলাকাবাসীর। গাজীপুর মহানগর এলাকার, চামুণ্ডা, থানা সদর, সদর এলাকার মধ্যে এরকম অবৈধ কালির কারখানা গড়ে তুলে বায়ু দূষণ করে অবৈধ ব্যবসা পরিচালনা করছেন আব্দুল মজিদ। এলাকাবাসীর ও সচেতন কোন ব্যক্তির কথা না শুনে, গায়ের জোরে এ ব্যবসা পরিচালনা করছেন আব্দুল মজিদ ও তার ছেলে রাসেল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর যাবত গাজীপুর সদর এলাকার চামুণ্ডায় আব্দুল মজিদ ও তার ছেলের রাসেল কারখানা পরিচালিত করছে। পরিবেশের ছাড়পত্র না নিয়ে, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, করে ব্যবসা করছে। এতে করে বিভিন্ন রোগ ছড়াচ্ছে পথচারীদের মাঝে। সরকারি বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় নেতার সহযোগিতায় ও অসাধু কিছু কর্মকর্তার যোগশাজোসে এই অবৈধ কারখানা পরিচালনা করছে।
পরিবেশ অধিদপ্তর ইনফোর্সমেন্ট শাখা থেকে জানানো হয়, মেসার্স থ্রি অার ক্রাসিং কারখানার বিরুদ্ধে,, বেশ কিছুদিন আগে অভিযোগ গঠন করে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর ইনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করেছেন। পরিবেশের কথা মাথায় রেখে অতি দ্রুত,কারখানাটির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও প্রয়োজনে উচ্ছেদের ব্যবস্থা করা হবে।
এলাকাবাসী অভিযোগ তুলে বলেন, আব্দুল মজিদ ও তার ছেলে রাসেলের কালীর কারখানার কারণে এলাকা কালিতে ছেয়ে গেছে। প্রতিনিয়তই পরিবারের লোকজন অসুস্থতায় ভুগছেন। এছাড়াও শ্রমিকদের ব্যবহারও খুব জঘন্য। কারখানা বন্ধ বা কিছু বলতে গেলে উল্টো মার মুখি আচরণ করে শ্রমিকরা। এ কারখানা দ্রুত বন্ধের দাবি জানায় এলাকাবাসী।