বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রামগড়ে পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে পোনা বিতরণ

রামগড়ে পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে পোনা বিতরণ

নিরপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি রামগড় উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্প্রতিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জলমহল, প্লাবন ভূমি, বর্ষার প্লাবিত ধান ক্ষেত সরাকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।

পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ কর্মসূচী উদ্ধোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, জেলা মৎস্য অফিসার ড.আরিফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আনোয়ার ফারুক, মহিলা ভাইস-চেয়ারম্যান মিস হাসিনা আক্তার, উপজেলা মৎস্য অফিসার মোঃমনোয়ার হোসেন প্রমুখ।

এতে উপজেলার জলমহল, প্লাবন ভূমি, বর্ষার প্লাবিত ধান ক্ষেত সরাকারি-বেসরকারি ২০টি প্রতিষ্ঠান ১৭৫ কেজি পোনা মাছ প্রদান করা হয়।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝড়-শিলাবৃষ্টি-বন্যায় স্বপ্নভঙ্গ

সংবাদটি শেয়ার করুন