ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিপু চাকমা এনে দিলেন বাংলাদেশের প্রথম স্বর্ণ

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে দিপু চাকমার হাত ধরে প্রথম স্বর্ণ জয় করল বাংলাদেশ। এর পূর্বে কারাতে-তে নারী ও পুরুষ ‍দুই বিভাগে দুটি ব্রোঞ্জ পদক পেলেও আসরে প্রথম স্বর্ণপদকটি এসেছে তায়কোয়ান্দো থেকে।

নেপালের কাঠমান্ডুতে চলমান এসএ গেমসের দ্বিতীয় দিনে তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক ছিনিয়ে নেন দিপু। ১৬.২৪ নিয়ে রাঙামাটির ছেলে দিপু পেছনে ফেলেছেন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের।

একই ইভেন্টের পুরুষ এককে চারজনের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ দিতেছেন হাসান খান সান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে দিপু বলেন, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি। বিশ্বাস করতে পারছি না যে স্বর্ণ জিতেছি। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এদিকে আজ সোমবার (২ ডিসেম্বর) পুরুষ ভলিবলেও ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ভলিবল দল। দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পাবে ব্রোঞ্জ পদক। ভলিবল ইভেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রোববার পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন