ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুট্টা চাষে মাঠ দিবস

ভুট্টা চাষে মাঠ দিবস

বাগেরহাটের ফকিরহাটে ভুট্টা চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকায় জি.কে.বি.এস.পি প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আজিজুর রহমান।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন, ফকিরহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান প্রমুখ। বক্তারা বলেন, ভুট্টা এশটি লাভজনক ফসল।

সামান্ন্য পরিচর্যায় ভুট্টার ভাল ফসল হয়। গোখাদ্য, মাছের খাদ্য ও দামী সুপ তৈরি করতে ভুট্টার প্রয়োজন হয়। তাছাড়া ভুট্টা চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় বলে তারা উল্লেখ করেন। মাঠ দিবসের অনুষ্ঠানে স্থানীয় কৃষক কৃষাণীরা অংশ নেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন