ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দূষণ রোধে সড়কে পানি ছিটাবে সিটি করপোরেশন

ধুলা দূষণ নিয়ন্ত্রণে ঢাকার প্রধান সড়কগুলোতে সকাল-বিকাল পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে নগর ভবনের সামনে ধুলা দূষণ নিয়ন্ত্রণে ডিএসসিসি’র পানি ছিটানোর বিশেষ কর্মসূচি উদ্বোধনকালে মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।

সাঈদ খোকন জানান, ‘ধুলা দূষণ নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থাপনা রয়েছে, সেটি খুবই সীমিত। আর এ দায়িত্ব পালন করে থাকে পরিবেশ অধিদফতর। তবে নাগরিক দায়িত্ববোধকে সম্মান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবরেরমত এ কাজগুলো করে থাকে। আমরা আজকে বিশেষ একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি।  আমাদের আওতায় যেসব প্রাইমারি সড়ক রয়েছে, সেগুলোতে সকালে ও বিকালে দুই বেলা পানি ছিটিয়ে বায়ু দূষণ রোধের চেষ্টা চালিয়ে যবো।’

সাঈদ খোকন আরো বলেন, ‘আপনারা জানেন, রাজধানীতে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চলছে। একই সাথে ওয়াসা ও সিটি করপোরেশনের কাজও ধূলি দূষণের কিছুটা উৎস হিসেবে পরিণত হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডগুলো দূষণের জন্য অনেকটাই দায়ি। আমরা আশা করি, যেসব প্রকল্পগুলো চলমান রয়েছে, সেই প্রকল্পগুলোর কাজ শেষ হয়ে গেলে বায়ু দূষণ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে নাগরিকদের যে দুর্ভোগ হচ্ছে, এজন্য আমরা অত্যন্ত দুঃখিত। উন্নয়নের জন্য সাময়িক দুর্ভোগ জনগণ সহজভাবে মেনে নেবেন বলে আমরা আশা করি।’

তিনি জানান, ‘এই কর্মসূচির আওতায় সকাল ৬টা থেকে ৮টা ৩০ মিনিট এবং বিকালে নির্দিষ্ট সময়ে পানি ছিটানো হবে। এবং এই কর্মসূচির আওতায় যেসব স্থানে কন্সট্রাকশন চলছে, সেখানে যদি সঠিকভাবে কাজ না হয়, বা যেখানে সেখানে যদি মাটি পড়ে থাকে, তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো। যেকোনও নির্মাণ কাজ সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে করতে হবে।’

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন