ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতি ১২ লাখ

অগ্নিকাণ্ডে ক্ষতি ১২ লাখ

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। গত সোমবার রাত ৮টায় উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম আবদুল করিম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় পাশের ঘরের লোকজনের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন গিয়ে পানি ছিটিয়ে দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শরাফত আলীর দুটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আমরা বাহিরে এসে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে দুটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

সাহাবউদ্দিন জানান, তিল তিল করে বহু কষ্টে সংসার গুঁছিয়েছিল আমার ভাই। আমি কোনো জিনিস বের করতে পারিনি। আগুন আমার ভাইয়ে শেষ সম্বলটিও কেঁড়ে নিলো। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল জানান, ‘ঘরে থাকা আসবাব জিনিপত্রসহ প্রায় ১২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয় দুই পরিবারের। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন