ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের স্বাস্থ্যসেবায় সুবাতাশ বইছে: হুইপ স্বপন

দেশের স্বাস্থ্যসেবায় সুবাতাশ বইছে: হুইপ স্বপন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, মানুষের কল্যাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে কাজ করছেন। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারি সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশের মানুষ উপকৃত হবে। পথ মত আলাদা হলেও দেশের মানুষকে ভালো রাখার জন্য করোনার এ মহামারির মধ্যেও সকলের জন্য সরকার কাজ করেছেন। এ জন্য বর্তমানে দেশের স্বাস্থ্যসেবায় সুবাতাশ বইছে।

সোমবার বিকালে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেসার্বক্ষণিক স্বাভাবিকভাবে প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ঢাকা) পরিচালক ডা. মাহমুদুর রহমান, রাজশাহী অঞ্চলের পরিচালক মাহবুব আলম, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের  উপ-পরিচালক ডা. কে এম জোবায়ের গালীব, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারসহ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারিসহ বিভিন্ন পর্যায়ের  জনপ্রতিনিধিবৃন্দ।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন